Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগাছায় ছেয়ে আছেন ইরফান খান’, জবাব দিলেন স্ত্রী সুতপা


১ অক্টোবর ২০২০ ১৮:২৫ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ১৮:৩০

২০২০ সালে বলিউডের মৃত্যুর প্রথম পথযাত্রি ইরফান খান। মরণব্যাধি ক্যান্সারের কাছে হেরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের অন্যতম সেরা এই অভিনেতা। মাত্র ৫৪ বছরে মারা যাওয়া এ অভিনেতার মৃত্যুতে পুরো বলিউড থমকে যায়। চার মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি অনেকেই।

ভারসোভার মুসলিম কবরস্থানে সমাধিস্থ করা হয়েছিল ইরফান খানকে। সেই সমাধির চারপাশে অযত্নের চিহ্ন। বিনা রক্ষণাবেক্ষণে যেখানে-সেখানে গজিয়ে উঠেছে আগাছা। কিছু পাথর দিয়ে ঘেরা রয়েছে। সেই অবস্থাতেই পড়ে রয়েছে বিশ্বখ্যাত অভিনেতার সমাধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা চন্দন রায় সান্যালের শেয়ার করা ছবি দেখে চোখের কোণ ভিজছে অনুরাগীদের। ছবি দেখার পর প্রশ্ন উঠছে, চার মাসেই কি এতটা পিছনের পাতায় চলে গেল ইরফান খানের স্মৃতি? কবরে গজিয়ে ওঠা জঙ্গল নিয়ে স্ত্রী সুতপাকে কটাক্ষ করতে ছাড়েননি ইরফানের এক অনুরাগী। আর তার জবাব দিয়েছেন ইরফানের স্ত্রী।

ইরফানের স্ত্রী সুতপা সেই অনুরাগীর কটাক্ষের জবাবে নিজের মতো করে লিখেছেন, ‘মেয়েদের কবরস্থানে ঢুকতে দেওয়া হয় না। আমি ইরফানের প্রিয় রাত কি রানি গাছ লাগিয়েছি ইগতপুরে। যেখানে ইরফানের প্রিয় বস্তুকে ভূমিষ্ঠ করেছি। যেখানে আমি বহু সময় কাটাই। ইরফানের স্মৃতিতে ডুব দিয়ে থাকি।’

কবরে গজিয়ে ওঠা জঙ্গল নিয়ে স্ত্রী সুতপা লিখলেন, ‘তবে একটা কথা বলার, এই আগাছা গুলোও খুব সুন্দর। এটাও প্রকৃতির অংশ। হয়তো ইরফানও এটাই চায়। নিজস্বতা বাঁচিয়ে রাখতে। সব কিছুর নেপথ্যে কোনও কোনও কারণ থাকে। হয়তো জঙ্গলও কোনও কারণ বহন করছে।’

বিজ্ঞাপন

এদিকে সুতপার এই লেখার সূত্র ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরফান পুত্র বাবিল শেয়ার করলেন ইরফানের কবরের আরও কিছু ছবি।

ইরফান খান ইরফান পুত্র বাবিল ইরফান স্ত্রী সুতপা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর