Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেগা ধারাবাহিক ‘স্মৃতির আল্পনা আঁকি’


১ অক্টোবর ২০২০ ১৭:৫৩

শুরু হতে যাচ্ছে নতুন মেগা ধারাবাহিক ‘স্মৃতির আলপনা আঁকি’। মুরাদ পারভেজের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায়। আগামী ৪ অক্টোবর থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে প্রচার হবে।

ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটি লিখেছেন মাহসুদুল হাসান শাওন। পর্ব পরিচালক হিসেবে আছেন রিন্টু পারভেজ। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জে এস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, অবাক রিয়াদ, কোহিনুর আলম, তাজিন আহমেদ, মারুফ রহমান, ম আ সালাম, তন্দ্রা শ্রাবণ, পাভেল ইসলাম, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

‘স্মৃতির আল্পনা আঁকি’ নাটকের গল্পে দেখা যাবে একটি কোম্পানীতে অনেক চাকরিপ্রার্থীকে পার করে চাকরি পেয়ে যান এহসান। সুযোগ পেয়ে যায় ঐ কোম্পানীর চেয়ারম্যানের সঙ্গে দেখা করার। মায়ের অনেক পুরানো ইচ্ছা এটা। চেয়ারম্যান আরমান চৌধুরীকে অনুরোধ করার পর সুযোগ মিললো এহসানের মায়ের দেখা করার। অনেক অপেক্ষা করার পর ডাক পড়লো চেয়ারম্যানের রুমে এহসানের মায়ের। দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করলো আল্পনা। বসতে বললো চেয়ারম্যান আরমান চৌধুরী। অনেক দিন পর এই কন্ঠ শুনলো আল্পনা। প্রায় পঁচিশ বছর। সামনের চেয়ারে বসে তাকিয়ে রইলো আল্পনা। ল্যাপটপে মনোযোগী আরমান চৌধুরী। ব্যস্ততা তাকে সামনের মানুষটার দিকে তাকানোর অবসর দেয় না।

মুরাদ পারভেজ স্মৃতির আল্পনা আঁকি