পঞ্চাশে ‘কিনু কাহারে থেটার’
১২ মার্চ ২০১৮ ১৩:৪৪ | আপডেট: ১২ মার্চ ২০১৮ ১৩:৪৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
১৪ মার্চ, বুধবার, ঢাকা পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে জাতীয় শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে প্রাচ্যনাট প্রযোজিত ‘কিনু কাহারের থেটার’ নাটক। এটি নাটকটির ৫০তম প্রদর্শনী।
মনোজ মিত্রের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। বুধবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে নাটকটি।
লাট সাহেব, রাজা, উজির আর প্রজাদের নিয়ে নাটক ‘কিনু কাহারে থেটার’। এমন রাজ্য, যেখানে অর্থের বিনিময়ে কিনে ফেলা যায় আইন। উজিরের হওয়া সাজা অর্থের লোভে নিজের কাঁধে নিয়ে নেয় প্রজারা। একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। এখন কী হবে? জানতে, দেখতে হবে নাটকিট।
‘কিনু কাহারে থেটার’ অংশগ্রহণ নিতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) আয়োজিত ৮ম থিয়েটার অলিম্পিকে। প্রাচ্যনাটের ২৬ সদস্যের একটি দল দিল্লি যাবে ১৯ মার্চ।
২১ মার্চ সন্ধ্যা ৮টায় দিল্লির অভিমঞ্চে মঞ্চস্থ হবে নাটকটি। এছাড়াও ২৩ মার্চ ভারতে ভূপালে হবে নাটকটির আরও একটি প্রদর্শনী।
সারাবাংলা/পিএ