Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ‘দায়মুক্তি’


৩০ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা সাইমন সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘দায়মুক্তি’ নামক একটি ছবিতে। কমল সরকার পরিচালিত ছবিটিতে সাইমনের বিপরীতে থাকছে সুস্মী রহমান। ছবিটির শুটিং আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে।

সাইমন ‘দায়মুক্তি’তে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছেন। এর মূল গল্প বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে। শুটিং শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে।

সাইমন বলেন, বহুদিন পর শুটিং করবো। এ করোনাকালে কোন শুটিং করেনি। ছবিটির গল্প অনেক সুন্দর। মানুষের মন ছুঁয়ে যাবে। আমার সঙ্গে সুস্মীর প্রথম কাজ। ওর সঙ্গে কাজের অভিজ্ঞতাও নিশ্চয় ভালো হবে।

‘দায়মুক্তি’ ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল। কিন্তু নানাবিধ কারণে পরিচালক ছবিটি শুরু করতে পারেননি বলে জানা গেছে। কমল সরকার পরিচালনা করলেও ছবিটির মূল দায়িত্বে আছেন বদিউল আলম খোকন।

দায়মুক্তি সাইমন সুস্মী রহমান