বঙ্গবন্ধুর মরদেহ দাফনকারী বাপ্পী চৌধুরী!
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৫ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চলচ্চিত্র ‘৫৭০’ নির্মাণ করছেন আশরাফ শিশির। সে ছবিতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে। এমনটাই জানালেন পরিচালক।
বাপ্পীও বিষয়টি নিশ্চিত করেছেন সারাবাংলাকে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর লাশ দাফনকারী সৈনিকদের একজনের চরিত্রে আমাকে দেখা যাবে। মাসখানেক ধরে চরিত্রটির জন্য প্রস্তুতি নিয়েছি।’
পরিচালক শিশির জানালেন, আগামী ৩ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু করবেন তারা। তবে ১ অক্টোবর থেকে শুটিং স্পট গাজীপুরের হোতাপাড়ায় চলে যাবে পুরো ইউনিট। হোতাপাড়া ছাড়া টুঙ্গিপাড়ায় শুটিং হবে।
বঙ্গবন্ধুকে নিয়ে ট্রিলজি বানানোর অংশ হিসেবে পরিচালক ‘৫৭০’ নির্মাণ করছেন। এ পর্বে দেখানো হবে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর থেকে দাফন পর্যন্ত কাহিনি। তবে এ পর্বে বঙ্গবন্ধুর চরিত্রে কাউকে দেখানো হবে না। মূলত বঙ্গবন্ধু এ দেশের মানুষের কাছে যে উচ্চতায় আছে, সে উচ্চতার অভিনেতার অভাববোধ ও আনুসঙ্গিক অন্যান্য কারণে এ সিদ্ধান্ত। তবে শিশির জানালেন, ‘৫৭০’-এর প্রিক্যুয়েলে হয়তবা বঙ্গবন্ধুকে দেখাবেন।