Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আব্দুল করিমের গানে রেখা সুফিয়ানা


২৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৬

প্রখ্যাত বাউল শাহ্‌ আব্দুল করিমের ‘সখি আর কতোদিন বাকী’ গানটি নতুন করে গেয়েছেন এ প্রজন্মের শিল্পী রেখা সুফিয়ানা। কথা ও সুর ঠিক রেখে ভিন্ন উপস্থাপনায় গানটির সঙ্গীতায়োজন করেছেন সংগীত পরিচালক ইথুন বাবু।

‘ইবি মিউজিক টিভি’ নামক ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হবে। এর ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে রেখা সুফিয়ানাকে। ভিডিওটি পরিচালনা করেছেন ইথুন বাবু।

গানটি নিয়ে রেখা সুফিয়ানা বলেন, প্রকৃতি আর জীবন সৃষ্টির প্রধান উপকরণ। আমি নিয়মিত গান গাওয়ার মাধ্যমে প্রকৃতির সঙ্গে মিশে থাকার চেষ্টা করি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘সখি আর কতোদিন বাকী’ গানটি রূপকের আড়ালে প্রকৃতি ও প্রেম নির্ভর। শ্রোতারা বিষয়টা সহজেই বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস। গানটি ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

ছোটবেলা থেকেই রেখা সুফিয়ানার গানের প্রতি ভীষণ টান। শুরুটা হয়েছে পারিবার থেকেই। নিয়মিত পথ হাটছেন গানের ভুবনে।

রেখা সুফিয়ানা শাহ্‌ আব্দুল করিম