Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হচ্ছে ‘বিউটি সার্কাস’


২৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৯

নির্মাতা মাহমুদ দিদার ৪ বছর ধরে নির্মাণ করছেন ‘বিউটি সার্কাস’ ছবিটি। সরকারি অনুদান পাওয়ার পর ছবিটিতে ইমপ্রেস টেলিফিল্ম যুক্ত হয়। কিন্তু আর্থিক সংকেটের কারণে পরিচালক ছবিটি শেষ করতে পারেননি।

তবে সকল বাধা কাটিয়ে মাহমুদ দিদার ‘বিউটি সার্কাস’র শুটিং আবার শুরু করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে এর শুটিং চলছে সাভারে।

দিদার জানান, ‘আমরা সাভারে ডিপজলের শুটিং বাড়িতে কাজ করছি।  দুদিন ধরে কাজ করছি। এখন জয়া আহসান ও গাজী রাকায়েতের শট নিচ্ছি। আশা করছি এবার পুরো ছবি শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসতে পারবো।’

এ ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, হুমায়ূন সাধু ও এবিএম সুমন। জয়া একজন সার্কাসের অভিনেত্রী চরিত্রে অভিনয় করছেন।

সবকিছু শেষ করেই পরিচালক ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করবেন বলে জানালেন।

জয়া আহসান বিউটি সার্কাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর