Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহি ও সিয়াম আবার একসঙ্গে


২৭ সেপ্টেম্বর ২০২০ ২১:০৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ২১:১৫

রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী ছবিতে একসঙ্গে কাজ করছেন মাহিয়া মাহি ও সিয়াম আহমেদ। তারা দুজন আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে এবার কোন ছবিতে নয়, নতুন একটি ওয়েব সিরিজে তাদের দেখা যাবে। এটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

জানা গেছে, সিরিজটিতে আরও থাকবেন ফারহান আহমেদ জোভান ও ফারজানা রিক্তা। আগামী ১৫ অক্টোবর থেকে সিরিজটির শুটিং শুরু হবে।

তবে সারাবাংলার কাছে নাম ঠিক না হওয়া সিরিজটি নিয়ে শিহাব শাহীন বলেন, ‘এটি নিয়ে প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে সব বলবে। এখন আমি কিছুই বলতে পারছি না।’

সিয়াম আহমেদও সিরিজটি সম্পর্কে এখনই মুখ খুলতে চাননি। তিনি শুধু বলেন, ‘আগে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হই, তারপর না হয় বলি।’

শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’ সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত কাজ। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তাসনুভা তিশা।

অন্যদিকে মাহি ও সিয়াম ওয়েব কনটেন্টে কাজ করলেও সিরিজে কাজ করেননি এর আগে। এটি তাদের দুজনের প্রথম ওয়েব সিরিজ হবে।

মাহিয়া মাহি শিহাব শাহীন সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর