Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেকে নিয়ে শাকিব-অপুর আবেগঘন স্ট্যাটাস


২৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:১২

জনপ্রিয় নায়ক-নায়িকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। এ দম্পতির ডিভোর্স হয়ে যাওয়ায় সন্তান থাকছে মায়ের কাছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) জয়ের ৪র্থ জন্মবার্ষিকী। প্রতিবছর ছেলের জন্মদিনে নানা আয়োজন করেন অপু। কিন্তু  গেল সপ্তাহে মাকে হারিয়েছেন তিনি। তাই আলাদা কোন আয়োজন রাখতে পারেননি। তবে ছেলেকে নিয়ে দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। একই সঙ্গে পিতা শাকিব খানও দিয়েছেন স্ট্যাটাস।

বিজ্ঞাপন

ছেলের মাকে ভালো না বাসলেও সন্তানকে অনেক বেশি ভালোবাসেন শাকিব খান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। আমার ‘জয়’ বাবা। ইনশাআল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনও আছে।’

বিজ্ঞাপন

সম্পর্কের কঠিন বাস্তবতায় ছেলের সঙ্গে থাকতে পারছেন না শাকিব। এ নিয়ে তিনি তার স্ট্যাটাসে লিখেছেন। ‘এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।’

অন্যদিকে ছেলের জন্মদিনে অপু বিশ্বাস কোন আয়োজন না করতে পারার কথা উল্লেখ করেন। তিনি লেখেন, ‘আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।’

শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘ নয় বছর এ বিয়ের খবর গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস মিডিয়ার সামনে বিয়ের খবর জানান। একই সঙ্গে ছেলে জয়ের ব্যাপারেও সকলকে জানান। পরবর্তী বছর শাকিব খানের সঙ্গের অপুর ডিভোর্স হয়ে যায়।

অপু বিশ্বাস আব্রাম খান জয় শাকিব খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর