আন্তর্জাতিক ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মে বান্নাহ’র দুই শর্টফিল্ম
২৬ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৪ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৭
আন্তর্জাতিক ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজান প্রাইম’-এ প্রকাশিত হচ্ছে বাংলাদেশের দুই শর্টফিল্ম। ‘ম্যাডবয়-রিলঞ্চড’ এবং ‘আমার অপরাধ কি?’ নামে দুটি শর্টফিল্মই ইংরেজি সাবটাইটেলে অ্যামাজান প্রাইমে মুক্তি পাবে।
এর একটির পরিচালনায় আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ এবং অন্যটি পরিচালনা করেছেন তৌহিদ আশরাফ। জানা গেছে, অ্যামাজান প্রাইমে প্রথমে আমেরিকা এবং পরবর্তীতে ইংল্যান্ডের দর্শকদের জন্য এবং এর কয়েকদিনের মধ্যেই বিশ্বের অন্য দেশগুলোর জন্যও রিলিজ হবে এই শর্টফিল্ম দুইটি।
আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ এই দুইটি শর্টফিল্মের মধ্যে একটি পরিচালনা করেছেন এবং অন্যটিতে তিনি অভিনয় করেছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমে বান্নাহ জানালেন, ‘প্রযোজক আকবর হায়দার মুন্না ও পরিচালক তৌহিদ আশরাফের উৎসাহে অভিনয় করতে চেষ্টা করেছি।’ আরও জানালেন, ‘শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে সীমাবদ্ধ নয়, বাংলাদেশি নির্মাতা হিসেবে আমার কনটেন্টগুলো বিশ্বের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে পাওয়া যাবে। বিশ্ববিখ্যাত অ্যামাজান প্রাইম দিয়েই ওটিটিতে কাজ শুরু করলাম।’
অ্যামাজান প্রাইম আমার অপরাধ কি তৌহিদ আশরাফ মাবরুর রশিদ বান্নাহ ম্যাডবয়-রিলঞ্চড শর্টফিল্ম