Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলা একাডেমি’র ‘লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি’


২৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র উদ্যেগে শুরু হয়েছে ‘লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি ২০২০’। লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচির আওতায় ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ এই আটটি জেলায় এই কর্মসূচি শুরু করা হয়েছে।

গ্রামপ্রধান বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী যুগযুগ ধরে বৈচিত্রময় সংস্কৃতি গড়ে তুলেছে। এর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ আমাদের লোকসংষ্কৃতি। আমাদের লোকগানের বিশাল ভান্ডারে রয়েছে ভাওয়াইয়া, ভাটিয়ালি মুর্শিদী, মারফতি, বাউলগান, গম্ভীরা, অষ্টক, আলকাপ, ঘাটুগান, পালাগান বিচারগান, কবিগান। এর অনেকটাই কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে সংগ্রহ ও সংরক্ষণের অভাবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলার গীতিকবিদের গান সংগ্রহ দিয়ে শুরু হয় এই কর্মসূচি। পর্যায়ক্রমে ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে এই কার্যক্রম বাস্তবায়ণ করা হবে। প্রাথমিকভাবে সাতজন গীতিকারের সাড়ে চার হাজার গানের মধ্য হতে সাড়ে চারশত গান গীত অবস্থায় ধারণ এবং বাকি গান লিখিত আকারে সংরক্ষণ করা হবে। সাতজন গীতিকার হলেন রশীদ সরকার, সাইদুর রহমান বয়াতী, দেওয়ান রশীদ, ভবা পাগলা, গওহর শাহ, কানু শাহ, ইয়াব আলম আল চিশতী।

উল্যেখ্য ‘লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি’ শিরোনামে ২০১৬ সালে বাংলাদেশের পাঁচটি অঞ্চল রংপুর বিভাগের আটটি জেলা, বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা, বৃহত্তর ময়মনসিংহ ৬টি জেলা, সুনামগঞ্জ ও ঝিনাইদহ জেলাসহ মোট ২১টি জেলা হতে ১৩,৪৮১টি লোকগান সংগ্রহ করা হয়েছে যা জাতীয় আর্কাইভে সংরক্ষিত রয়েছে।

বাংলোদেশ শিল্পকলা একাডেমি লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি