Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় বছর পর ফেসবুক আইডি ফেরত জ্যোতির


২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৮

বছর দেড়েক আগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ফেসবুক আইডি হ্যাক হয়। অনেক চেষ্টার পর সে আইডি ফেরত না পাওয়ায় তিনি নতুন আইডি খুলেন। অবশেষে দীর্ঘদিনের প্রচেষ্টায় তিনি হ্যাক হওয়া আইডিটি ফেরত পেয়েছেন।

জ্যোতি সারাবাংলাকে বলেন, ‘হ্যাক হওয়ার প্রথম ছয় মাস আইডি ডিজেবল ছিল। এরপর কয়েকদিন শো করছিল। এবং বিভিন্ন ধরণের পোস্ট দিচ্ছিল। ওই সময়ে অনেক চেষ্টা করেছিলাম, হয়নি।’

জ্যোতি আরও বলেন, ‘নানাভাবে চেষ্টা করে হতাশ হয়ে পরে আরেকটি আইডি খুলি। সম্প্রতি ফেসবুকের সঙ্গে আমি যোগাযোগ করতে সক্ষম হয় একটা মাধ্যমে। তারা আমার আইডি ব্যাক দেওয়ার পাশাপাশি ভেরিফাইডও করে দিয়েছে।’

আগের আইডিটি হ্যাক হয়ে যাওয়ার পর জ্যোতি বাংলায় একটি আইডি খুলেছিলেন। ফেসবুক তাকে পরামর্শ দিয়েছে বাংলা আইডিটি বন্ধ করে দিতে, যেহেতু আগের আইডিতে ফলোয়ার বেশি। জ্যোতি বলেন, ‘নতুন আইডিটা অল্প কিছুদিন পর বন্ধ করে দিব। এখন কিছু কাজের জন্য রাখতে হচ্ছে কদিন।’

আইডি ফেরত পেলেও হ্যাকার তোমার আইডির সমস্ত ছবি, বন্ধু, স্ট্যাটাস মুছে দিয়েছে। ‘আমার এমন কিছু পারিবারিক ছবি আইডিতে ছিল যেগুলো আমার কোন ফোন বা ল্যাপটপেও নেই। আমি ফেসবুকে জানিয়েছি। তারা চেষ্টা করবে বলেছে। বেশ খারাপই লাগছে ছবিগুলোর জন্য।’

ভিয়েতনামের এক ব্যক্তি তার আইডি হ্যাক করেছিলেন বলে জানিয়েছেন জ্যোতি।

এ করোনাকালে জ্যোতি নিজের দুটি প্রতিষ্ঠানের কাজ শুরু করেছেন। এর একটি কৃষি বিষয়ক, অন্যটি প্রোডাকশন হাউজ। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর পিছনে সময় দিচ্ছেন।

এছাড়া তার অভিনীত ‘মানুষের বাগান’ ও ‘লাল মোরগের ঝুঁটি’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবি দুটিরই পরিচালক নুরুল আলম আতিক।

বিজ্ঞাপন

জ্যোতিকা জ্যোতি ফেসবুক আইডি

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর