বিল দিতে না পারায় মর্গে অভিনেত্রীর মরদেহ, এগিয়ে এলো শিল্পী সংঘ
২৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:২০
ঢাকা: বিশিষ্ট অভিনেত্রী মিনু মমতাজ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সারাদিন তার মরদেহ মর্গে পরে থাকলেও কেউ নিতে আসেনি। হাসপাতালের বিল বাকি তিন লাখ টাকা।
এ খবর জানার পর এগিয়ে আসে অভিনয় শিল্পী সংঘ। তারা যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। বিলের বড় একটা অংশ তারা বহন করেন।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘দুঃখজনক বিষয়টি জানার পর অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুজ্জামান সেলিম ভাই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ভাই বুধবার (২৩ সেপ্টেম্বর) সেখানে যান। মিনু আপার পরিবারের লোকজনও আসেন।’
তিনি আরও বলেন, ‘শিল্পী সংঘের তরফ থেকে ১ লাখ টাকা এবং অভিনেত্রীর পরিবার থেকে ১ লাখ টাকা বিল পরিশোধ করা হয়। শিল্পী সংঘের অনুরোধে বাকি বিল ছাড় দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।’
মিনু মমতাজকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
দীর্ঘদিন টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন মিনু মমতাজ। কাজ করেছেন অনেক সিনেমায়ও। দীর্ঘদিন ধরে কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন তিনি।