Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে পুরস্কৃত ‘শনিবার বিকেল’


২২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৭

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ আরেকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। জাপানের ‘ফুকৌকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ‘কুমামোতো সিটি অ্যাওয়ার্ড’ জিতেছে ছবিটি। তথ্যটি নিশ্চিত করেছেন ফারুকী নিজে।

ফুকৌকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফুকৌকা সিটি অ্যাওয়ার্ড’ ও ‘কুমামোতো সিটি অ্যাওয়ার্ড’ এ দুই বিভাগে বারোটি ছবি নির্বাচিত হয়েছিল। ছবিগুলোর সঙ্গে প্রতিযোগীতা করে দর্শক ভোটে ‘শনিবার বিকেল’ এ পুরস্কার জিতে।

বিজ্ঞাপন

ফারুকী বলেন, ‘আমি ফুকৌকার দর্শকদের কৃতজ্ঞতা জানাই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। একই সঙ্গে আমার টিমের সকল সদস্যদেরকেও ধন্যবাদ জানাবো, যাদের অক্লান্ত পরিশ্রমে ছবিটি বানাতে পেরেছিলাম। আমি আশা করছি বাংলাদেশের দর্শকরা খুব শিগগিরই ছবিটি দেখতে পাবে।’

বাংলাদেশের সেন্সর বোর্ডে ‘শনিবার বিকেল’ আটকে আছে অনেকদিন যাবত। দেশের দর্শকরা আদৌ ছবিটির দেখতে পারবে কিনা? ফারুকী বলেন, ‘আমরা সেন্সর বোর্ডে আপিল করেছি। এরপর আসলে কোন রেজাল্ট জানি না।’

গুলশানের হলি আর্টিজানে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন। ছবিটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে আছেন প্যালেস্টাইনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে।

‘শনিবার বিকেল’ এর আগে ফ্রান্সে নেটপ্যাক জুরি প্রাইজ এবং হাই স্কুল জুরি অ্যাওয়ার্ড, মস্কো ফিল্ম ফেস্টিভালে দুইটি ইনডিপেন্ডেন্ট জুরি অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া সিডনি ও মিউনিখ ফিল্ম ফেস্টিভালে ছবিটি প্রদর্শনের পর প্রশংসিত হয়েছিল।

বিজ্ঞাপন

কুমামোতো সিটি অ্যাওয়ার্ড মোস্তফা সরয়ার ফারুকী শনিবার বিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর