Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই প্রথম নকীব খানের সুরে সামিনা চৌধুরী


২১ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৭

এই প্রথম সিনেমার গানে সুর করলেন দেশের নন্দিত শিল্পী ও সুরকার নকীব খান। কৌশিক শংকর দাশ’র নির্মিত ‘পাঞ্চ’ সিনেমার জন্য সুর করলেন তিনি। আর এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী।

গীতিকার শহীদ মাহমুদ জংগি’র কথায় গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে এই গানটির। এ প্রসঙ্গে ‘পাঞ্চ’ ছবির পরিচালক কৌশিক শংকর দাশ গণমাধ্যমে বললেন, ‘নকীব খান এই প্রথম কোনো সিনেমার গান সুর করলেন। সেটি আমার পরিচালিত ছবি এইটা ভেবে আমি আনন্দিত। আরও আনন্দিত এটা জানাতে পেরে যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সবার প্রিয় সামিনা চৌধুরী।’

বিজ্ঞাপন

‘পাঞ্চ’ সিনেমায় মোট ৩টি গান থাকবে বলে জানিয়ে কৌশিক শংকর দাশ বললেন, ‘এরমধ্যে ২টি গানের সুর করছেন নকীব খান। আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে সিনেমা বানালে নকীব ভাই এখানে গানের সুর করবেন আর তার সুরে সামিনা আপাকে দিয়ে গাওয়াবো। দুজনই আমার ভীষণ প্রিয় শিল্পী। সেই ইচ্ছে পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। তাছাড়া সিনেমায় যে মেজাজের গান প্রয়োজন তার জন্য এই দুজনের কোনো বিকল্প আছে বলেও আমার মনে হয়নি। গানগুলো শুনলেই শ্রোতারা সেটা বুঝতে পারবেন।’

উল্লেখ্য, জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন নিলয় আলমগীর ও মেঘলা মুক্তা। ছবির শুটিং শুরু হয়েছিল গত ২৯ ফেব্রুয়ারিতে। কিন্তু করোনার কারণে টানা ৯ দিন শুটিংয়ের পর তা বন্ধ হয়ে যায়। তবে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আবার শুটিং শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানালেন পরিচালক কৌশিক শংকর দাশ।

কৌশিক শংকর দাশ নকীব খান নিলয় আলমগীর পাঞ্চ সামিনা চৌধুরী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর