Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মুখের সাথে দীপিকা


২১ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৭

ধৈর্য করওয়া- একজন মডেল ও অভিনেতা। এর আগে ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ দেখা গিয়েছে তাকে। কবীর খানের ‘এইটিথ্রি’ ছবিতেও তিনি রবি শাস্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এবার সুযোগ পেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন’র সাথে অভিনয়ের। শকুন বত্রার আগামী ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে এই নতুন মুখ, ধৈর্য করওয়াকে।

জানা গেছে, করোনার কারণে শ্রীলঙ্কার বদলে ছবির লোকেশন ঠিক হয়েছে গোয়ায়। আর সমসাময়িক প্রেমের সম্পর্কই গল্পে প্রাধান্য পাবে এই ছবিতে। দীপিকা-ধৈর্য জুটি ছাড়াও এ ছবিতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডেও।

বিজ্ঞাপন

দীপিকা পাড়ুকোন ধৈর্য করওয়া বলিউড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর