তানজিন তিশা কি জোভানের!
২০ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১২:৫০
দু’জনের নাম ‘না’ দিয়ে শুরু। ছেলেটির নাম নাদিম। মেয়েটি নাবিলা। ‘না’ দিয়ে যাদের নাম শুরু, তারা কি একে অপরকে লাইফ পার্টনার করতে ‘হ্যাঁ’ বলবেন?
‘তুমি কি আমারই’ নাটকে পাওয়া যাবে উত্তর। রোমান্টিক-কমেডি ধাঁচের নতুন গল্পটি লিখেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালনা করেছেন তিনিই।
নাদিম চরিত্রে ফারহান আহমেদ জোভান ও নাবিলার ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়াও আছেন শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকিসহ অনেকে। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘প্রেম ও হাস্যরসের মিশ্রণে নাটকটি বানিয়েছি। জোভান ও তানজিনা তিশার কেমিস্ট্রিটা ভালো মানিয়েছে। দর্শকরা উপভোগ করলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
নাটকটিতে রয়েছে ‘তুমি কি আমারই’ শিরোনামের একটি গান। এর কথা, সুর ও কণ্ঠ আহমেদ সবুজের। ইউটিউবে গানের ডালি চ্যানেলে এ মাসেই মুক্তি পাবে ‘তুমি কি আমারই’।