Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক চরিত্রে তারিন


১৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪০

জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান তিন দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে। কিন্তু কয়েকশ চরিত্রের মধ্যে কখনও করা হয়নি সাংবাদিকের চরিত্র। এমন চরিত্রে প্রথম বারের মত দেখা যাবে ‘মঙ্গল আলোক’ নাটকে।

‘মঙ্গল আলোক’ রচনা করেছেন ইকবাল ইউসুফ। প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নাটকটি নির্মিত হয়েছে। সম্প্রতি বিটিভির নিজস্ব স্টুডিওতে এর শুটিং হয়েছে।

বিজ্ঞাপন

পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে তারিন রাজধানীতে সাংবাদিকতা করেন। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি। একবার মফস্বলের শিক্ষাব্যবস্থার চিত্র স্বচক্ষে দেখার জন্য গ্রামে যান। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘুরে ঘুরে এ সাংবাদিক শিক্ষাব্যবস্থার সফলতা ব্যর্থতা নিয়ে তথ্য সংগ্রহ করেন।

প্রাসঙ্গিকভাবেই সেখানকার শিক্ষা অফিসারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। তার সঙ্গে কাজ করতে গিয়ে একটা সময় প্রেমে জড়িয়ে পড়েন।

তারিন জাহান সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর