Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ৬ মাসের মঞ্চে নীরবতা ভাঙছে ‘প্রাঙ্গণেমোর’র ‘আওরঙ্গজেব’


১৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৬

দীর্ঘ ৬ মাস নাট্যমঞ্চ বন্ধ থাকার পর অধিক সংখ্যক শিল্পী নিয়ে নাটক মঞ্চায়িত করছে দেশের অন্যতম নাট্যদল ‘প্রাঙ্গনেমোর’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর-এর নাটক ‘আওরঙ্গজেব’র ৪৫তম মঞ্চায়ন। নাটকটিতে মোট ২২ জন শিল্পী অভিনয় করেছেন। নাট্যমঞ্চ বন্ধ থাকার পর কোনো নাট্যদলের অধিক সংখ্যক শিল্পী নিয়ে এটাই কোনো নাটকের প্রথম মঞ্চায়ন।

বিজ্ঞাপন

‘আওরঙ্গজেব’ নাটকের গল্পে দেখা যাবে, ভারতবর্ষে মুঘল রিয়াস্তে ছিলো তৈমুরলঙ্গ আর চেঙ্গিস খাঁর রক্ত, সেই তৈমুর বংশের প্রথা ছিলো মসনদে প্রত্যেক শাহাজাদা-র সমান অধিকার, যার তলোয়ার যত দীর্ঘ, যত ধাঁরালো, যত সফল ততই মসনদে তার অধিকার। এটাই চলেছে মুঘল রিয়াসতে যুগের পর যুগ। সম্রাট হুমায়ূন তার ভাই কামরান, আশকরী, হিন্দালের বিরুদ্ধে লড়াই করে তখ্ত দখল করেছিলো। শাহেনশাহ আকবর পর্যন্ত মির্জা মুহম্মদ হাকিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলো। বাদশা জাহাঙ্গীর নিজের আব্বাজানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলো। বাদশা শাহজাহান আপন ভাই খসরু শাহ্রিয়ারের রক্তপাত ঘটিয়ে মসনদ দখল করেছিলো। কিন্তু সেই শাহজাহানই শেষ বয়সে নিজ পুত্র আওরঙ্গজেব এর হাতে বন্দি জীবন কাটান। আওরঙ্গজেব একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলমান হয়েও নিজ পিতাকে বন্দি করে মসনদ দখল করেন এবং মসনদ এর অন্য দাবীদার আপন ভাই দারা, মুরাদ আর সুজাকে একে একে হত্যা করেন। মসনদ আর রাষ্ট্র ক্ষমতার লড়াই তো যুগে যুগে একই বৃত্তে ঘুরতে থাকে।

মৃত্যু-র পূর্বে নব্বই বছর বয়সে বৃদ্ধ আওরঙ্গজেব-এর উপলদ্ধি হয় ‘পবিত্র কুরআন বুকে নিয়েও কেউ যদি হৃদয়হীন হয় তাহলে তার ক্ষমা নেই, কারণ আল্লাহ্ এবং পবিত্র কোরআন কাউকে জল্লাদ হতে বলে না’।

যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে নির্মমতা, নিষ্ঠুরতা বা যে কোনো অমানবিক অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের নাম ‘আওরঙ্গজেব’।

‘আওরঙ্গজেব’ নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, মাইনুল তাওহীদ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, রিগ্যান রত্ন, সবুক্তগীন শুভ, বিপ্লব, প্রকৃতিসহ আরো অনেকে। মঞ্চ ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় রামিজ রাজু এবং পোশাাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

বিজ্ঞাপন

অনন্ত হিরা আওরঙ্গজেব ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন নূনা আফরোজ প্রাঙ্গণেমোর বাংলাদেশ মহিলা সমিতি

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর