বাবা-মা হলেন টলিউডের রাজ-শুভশ্রী
১২ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:২০
বাবা-মা হলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ (শনিবার) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর প্রথম সন্তানের জন্ম হয়। সূত্রের খবর, সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা এবং সন্তান দুজনেই আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। রাজ-শুভশ্রীর পরিবারে নতুন সদস্যের আগমনের খবরে খুশির হাওয়া টলিপাড়াতেও।
এর আগে মা হতে যাওয়ার অনুভূতিটা বেশ চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই ছিল তার কাছে একেবারে নতুন। প্রথম সন্তান। নতুন অনুভূতি। এতদিন মা হওয়ার সেই জার্নির কিছু মুহূর্তও সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।