Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়াত দক্ষিণী সিনেমার অভিনেতা জয় প্রকাশ রেড্ডি


৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৮

মারা গেলেন দক্ষিণী অভিনেতা জয় প্রকাশ রেড্ডি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আরও অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বর্ষীয়ান দক্ষিণী অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আরও এক অভিনেতার মৃত্যু সংবাদ প্রকাশ্যে এল। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা জয় প্রকাশ রেড্ডির। এ খবর প্রকাশ্যে আসার পর শোকস্তব্ধ চলচ্চিত্র মহল।

বিজ্ঞাপন

১৯৪৬ সালে অন্ধ্রপ্রদেশের সিরভেল জেলায় জন্ম জয় প্রকাশ রেড্ডির। ১৯৮৮ সালে ভেঙ্কটেশ অভিনীত ছবি ‘ব্রহ্মা পুত্রুদু’র মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন। পরিচিতি পান তেলুগু ব্লকবাস্টার ‘সমরসিমহা রেড্ডি’ সিনেমায় বীরা রাঘব রেড্ডির চরিত্রে অভিনয় করে। তিন দশকেরও বেশি অভিনয় জীবনে একশোরও বেশি তেলুগু ও তামিল সিনেমায় অভিনয় করেছেন জয় প্রকাশ রেড্ডি। খল চরিত্রের পাশাপাশি তার কৌতুকাভিনয়ও দর্শকদের পছন্দ হয়েছে। শেষ মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভারু’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়প্রকাশ রেড্ডি। অভিনেতার মৃত্যুর খবর পেয়ে সেই স্মৃতিই স্মরণ করেছেন মহেশ বাবু। শোক প্রকাশ করেছেন জুনিয়র এনটিআর, প্রণিতা সুভাষের মতো দক্ষিণী তারকারাও।

জয় প্রকাশ রেড্ডি দক্ষিণী সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর