Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিভিশনে দেখানো হবে ‘গাড়িওয়ালা’


৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৮

আশরাফ শিশির নির্মিত চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’। দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে পুরস্কৃত ছবিটি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রদর্শিত হবে চ্যানেল আইয়ে। দুপুর ৩ টা ৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

‘গাড়িওয়ালা’ ছবিটির দুটি ভার্সন। এর স্বল্পদৈর্ঘ্য ভার্সনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুকসহ চারশত অভিনেতা-অভিনেত্রী। সংগীত পরিচালনায় করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।

৬টি মহাদেশের ২৬টি দেশের ৭৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘গাড়িওয়ালা’। এরমধ্যে কয়েকটি উৎসবে পুরস্কার অর্জন করে। ছবিটি স্পেনের পিকনিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার, এবং টেক্সাস চলচ্চিত্র উৎসবে সাতটি পুরস্কার অর্জন করে।

আশরাফ শিশির গাড়িওয়ালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর