Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো ‘নবাব এলএলবি’


৭ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪১ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪২

হচ্ছে হচ্ছে করেও শুরু হচ্ছিলো না ‘নবাব এলএলবি’র শুটিং। অবশেষে অনন্য মামুন পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছে। ঢাকার একটি শুটিং হাউজ থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) যাত্রা শুরু হয়েছে।

জানা গেছে, ছবির প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে মাহিয়া মাহি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু করবেন। অন্যদিকে শাকিব খান শুরু করবেন ১০ সেপ্টেম্বর থেকে।

‘নবাব এলএলবি’তে শাকিব খান একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। মাহিও আইনজীবী। অন্যদিকে স্পর্শিয়ার চরিত্র সম্পর্কে এখনই কিছু জানাতে নারাজ মামুন। তিনি বলেন, ‘স্পর্শিয়ার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এখন ওর চরিত্র নিয়ে কিছুই বলতে চাইছি না।’

ছবিটি প্রযোজনা করছে নবীন প্রযোজনা সংস্থা সেলেব্রিটি প্রোডাকশন। তারা ইতোমধ্যে নির্মাণ করেছে ‘মেকআপ’ ও ‘সাইকো’। ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

২০১৭ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিলো ‘নবাব’। তবে ওই ছবির সঙ্গে ‘নবাব এলএলবি’র কোন মিল নেই বলে জানালেন মামুন।

শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত দ্বিতীয় ছবি এটি। তারা দুজন প্রথম অভিনয় করেছিলেন ২০১৩ সালে পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে।

নবাব এলএলবি মাহিয়া মাহি শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর