Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকের কথা স্বীকার করলেন রিয়া!


৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৮

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র গোয়েন্দাদের কাছে ছোট ভাই সৌভিককে দিয়ে মাদক আনানোর কথা স্বীকার করে নিয়েছেন রিয়া চক্রবর্তী। তবে এই মাদক কি নিজের জন্য, নাকি অন্য কারও জন্য- সে বিষয়ে এখনো মুখ খোলেননি তিনি।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, আজ (রোববার) নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র কার্যালয়ে হাজিরা দিতে হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। সেখানে ভাই সৌভিকের সঙ্গে ১৭ মার্চ মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা জেরার মুখে স্বীকার করে নেন রিয়া।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সুত্রে আরও জানা গেছে, সৌভিককে দিয়ে মাদক সুশান্তের জন্য আনাতেন, নাকি অন্য কারোর জন্য, কিংবা নিজের জন্য এবিষয়ে রিয়া মুখ খোলেননি। এমনকি কতটা পরিমাণ মাদক, কত টাকার বিনিময়ে কেনা হয়েছিল, সেবিষয়েও রিয়া কিছুই বলেননি।

আজ (রোববার) টানা ৬ ঘণ্টা জেরার পর রিয়া চক্রবর্তীকে এদিনের জন্য মুক্তি দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা। তবে আগামীকাল আবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়েছে রিয়া চক্রবর্তীকে।

রিয়া চক্রবর্তী সুশান্ত মৃত্যুরহস্য সুশান্ত সিং রাজপুত সুশান্তর আত্মহত্যা সৌভিক চক্রবর্তী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর