Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যামাজন প্রাইম ভিডিওতে পাওয়া যাচ্ছে ‘বেঙ্গলি বিউটি’


৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৯

বিশ্বখ্যাত ই-কমার্স ওয়েব সাইট অ্যামাজনের ‘প্রাইম ভিডিও’ সেকশনে দেখা যাচ্ছে রাহশান নূর পরিচালিত ছবি ‘বেঙ্গলি বিউটি’। ছবিটি ১ দশমিক ৯৯ ডলার দিয়ে এক মাসের ভাড়া নেওয়া যাবে অথবা ৪ দশমিক ৯৯ ডলার দিয়ে কেনা যাবে।

১ ঘণ্টা ৪৩ মিনিট দৈর্ঘ্যের ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহশান নূর, মুমতাহিনা টয়া, সারা আলম, আশফিক রিজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নাইলা আজাদ, মাসুম বাশার, নাজিবা বাশার প্রমুখ।

বিজ্ঞাপন

ছবিতে নূরকে একজন আরজে এবং টয়াকে মেডিকেল ছাত্রী হিসেবে দেখা যায়। তারা দুজন ১৯৭৫ সালে বাংলাদেশে চলা রাজনৈতিক অস্থিরতার সময় প্রেমে পড়েন।

‘বেঙ্গলি বিউটি’ ছবিটি ২০১৮ সালের শুরুর দিকে বাংলাদেশে মুক্তির কথা ছিলো। কিন্তু ওই সময়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে নিষিদ্ধ করে। পরবর্তীতে আপিল বোর্ড থেকে সেন্সর ছাড়পত্র পায়।

ছবিটি প্রথমে আমেরিকাতে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি ১২টি সিনেমা হলে মুক্তি পায়। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশে ওই বছরেরই ২০ জুলাই যমুনা ব্লকবাস্টার সিনেমাতে মুক্তি পায়।

১টি হলে মুক্তি পাওয়ায় পরিচালক-প্রযোজক রাহশান নূর ৫ অক্টোবর মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন। যদিও ওই তারিখে মুক্তি দেওয়া যায়নি। রাহশান নূর তখন শাকিব খান অভিনীত ‘নাকাব’-এর জন্য হল মালিকরা তার ছবিটি নেননি বলে অভিযোগ তুলেছিলেন।

এছাড়া ‘বেঙ্গলি বিউটি’ চীনের তিন হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছিলো বলে রাহশান নূর জানিয়েছিলেন।

অ্যামাজন প্রাইম ভিডিও বেঙ্গলি বিউটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর