Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতি! সরানো হল ‘বীর সৈনিক’ সিনেমাটি


৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:১১

বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে ইউটিউব থেকে সরানো দেলোয়ার জাহান ঝন্টু প্রযোজিত-পরিচালিত সিনেমা ‘বীর সৈনিক’। এই ছবিটি আদালতের আদেশ অমান্য করে ইতিহাস বিকৃত করেছেন বলে প্রযোজক-পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, ইউটিউব চ্যানেল এসআইএস মিডিয়ার এম. এন ইস্পাহানি ও লাভা মুভিজের মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক ও নাট্যনির্মাতা মাকসুদুল হক ইমু। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এদের বিরুদ্ধে অভিযোগকারী ইমু’র পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোস্তফা কামাল মুরাদ।

বিজ্ঞাপন

অভিযোগকারী মাকসুদুল হক ইমু জানালেন, “প্রয়াত নায়ক মান্না অভিনীত ‘বীর সৈনিক’ নামের এ ছবিটিতে ইচ্ছাকৃত ইতিহাস বিকৃতি করা হয়েছে। ছবিতে স্বাধীনতার ঘোষক হিসেবে মেজর জিয়াউর রহমানের নাম ও ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপেক্ষা করে হঠাৎ ২৬ মার্চে জিয়াউর রহমানের ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে। অথচ ২০০৯ সালের ২১ জুন হাইকোর্ট এক রায়ের মাধ্যমে বিতির্কত এই বিষয়টির সমাধান করে দিয়েছেন। রায়ে বলা হয়েছে- ‘জিয়া নন, বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক। সেই সঙ্গে আদালত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উপস্থাপন করে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র’-এর তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করেছেন।”

বিজ্ঞাপন

ইমুর অভিযোগ, ‘যেহেতু ছবিটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল, তখন বিএনপি-জামাত ক্ষমতায় ছিল। কিন্তু ২০০৯ সালে আদালত যে রায় দিয়েছেন, সেটিকে অমান্য করে ছবির এসআইএস মিডিয়া নামের ইউটিউব চ্যানেলে বিকৃত ইতিহাসের ছবিটি প্রকাশ করা হয়েছে। এ জন্যই ছবিটির সঙ্গে জড়িত প্রধান তিনজনকে আদালতের আদেশ অমান্য করায় আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু ও ৭ মার্চের ইতিহাস বিকৃতির সঙ্গেও জড়িত তারা।’

মাকসুদুল হক ইমু আরও জানালেন, ‘আমি তাদেরকে বিষয়টির সমাধানের জন্য বারবার বলেছি। তা সত্ত্বেও তারা সেটি সমাধান করেননি। কন্টেন্ট মালিক এমএন ইস্পাহানি ছবিটি ইউটিউব থেকে না সরানোর কারণে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। ছবিটির নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু একজন বীর মুক্তিযোদ্ধা। তার প্রতি সম্মান রেখেই আমি চাইছি ছবিতে ভুল ইতিহাস যাই দেখানো হয়েছে সেটা ঠিক করা হোক।’

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বীর সৈনিক’ ছবিটিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী ও হুমায়ুন ফরীদি। ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এটির ইউটিউব কন্টেন্ট স্বত্বাধিকারী এসআইএস মিডিয়ার কর্ণধার এম এন ইস্পাহানি। যিনি চিত্রপরিচালক ইস্পাহানি আরিফ জাহান নামে খ্যাত।

অনলাইন মাধ্যম ইউটিউবে ‘বীর সৈনিক’ ছবিটি প্রকাশ করা প্রসঙ্গে এসআইএস মিডিয়ার কর্ণধার এমএন ইস্পাহানি আরিফ জাহান গণমাধ্যমকে জানালেন, ‘ছবিটি আপলোড হওয়ার আগে তাতে কী ছিল আমি দেখিনি। আমি নিজে বঙ্গবন্ধুর আদর্শের লোক। আমি শুধু ছবিটির স্বত্ব কিনেছি। জানতাম না এখানে বিতর্কিত বিষয় আছে। আইনি নোটিশ পাওয়ার পর আমরা সেটি ইউটিউব থেকে সিরিয়ে দিয়েছি। এই ছবিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।’

এম. এন ইস্পাহানি দেলোয়ার জাহান ঝন্টু নায়ক মান্না বীর সৈনিক সিনেমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর