Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরমান আলিফের ‘নেশা’র ১২ কোটি ভিউ


৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫২

তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ বাংলাদেশের প্রথম ২ কোটি পার হওয়া গান। যেটি ইউটিউবে ঈগল মিউজিকের দুটি চ্যানেলে ৩৭ কোটি বার ভিউ হয়েছে। কভার করা হয়েছে অসংখ্যবার। এ শিল্পীর আরেকটি গান ‘নেশা’। সেটিও সম্প্রতি ১২ কোটি ভিউয়ের ঘর পার করেছে।

ইউটিউব গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে বিশ্বখ্যাত জনপ্রিয় শিল্পী অ্যাডেলে আর টেইলর সুইফটকে পেছনে ফেলে আরমান আলিফের এই গান।

ঈদুল আজহা উপলক্ষে ২০১৮ সালের ২০ আগস্ট জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তার গাওয়া ‘নেশা’ শিরোনামের গান। মুক্তির বিশ দিনের মধ্যে গানটি প্রায় দেড় কোটিবার দেখা হয়। তারপর কেটে গেছে দুই বছরের বেশি সময়। গত ২৫ মাসে গানটির ভিউ হয়েছে ১২ কোটি ৯১ লাখ ৩২ হাজারের বেশি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শ্রোতাপ্রিয় এই গানের কথা ও সুর করেছেন আরমান আলিফ।

আরমান আলিফের একটি গানের দল আছে। ‘চন্দ্রবিন্দু বিডি’ নামের সেই গানের দল থেকে প্রাথমিক সংস্করণ হিসেবে ‘নেশা’ গানটি প্রকাশিত হয়। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন ফয়সালুর আকাশ।

আরমান আলিফ নেশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর