Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোটপর্দায় শাকিব-অপুর ‘দাদীমা’


৪ সেপ্টেম্বর ২০২০ ২১:০৯

শাকিব খান ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হয়ে অনেকগুলো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তার অন্যতম হচ্ছে এফ আই মানিক পরিচালিত ‘দাদীমা’। ছবিটি শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলোর একটি ‘দাদীমা’। পারিবারিক গল্পে নির্মিত এই ছবিটি সেই সময় বক্স অফিসেও বেশ সাড়া ফেলে।

দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে ছবির গল্প। যে দুই পরিবারকে কোনোভাবেই মীমাংসার দিকে নিয়ে যাওয়া যায় না। বহুবার চেষ্টা করেও ব্যর্থ হন দাদীমা। কিন্তু এরইমধ্যে আকাশ খান ও প্রতিপক্ষ পরিবারের মেয়ে তাসমিনা সুলতানা প্রীতির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দা-কুমড়ো সম্পর্ক যে পরিবারের মধ্যে, সেই দুই পরিবারের দুই তরুণ তরুণীর প্রেমের সম্পর্কের কেমন পরিণতি হয়? কিংবা তাদের সম্পর্ক কি দুই পরিবারকে এক করতে কোনো ভূমিকা রাখবে?

এমন গল্পের এই ছবিতে আকাশ খানের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে এবং প্রীতির চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ডিপজল, খলিল উল্লাহ্ খান, রিনা খান, আলীরাজ, সুব্রত, মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাস, মারিয়া, ডন, সাত্তার, যুবরাজ, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ, নাদের চৌধুরী, এটিএম শামসুজ্জামান, শিশুশিল্পী দীঘি প্রমুখ।

অপু বিশ্বাস দাদীমা শাকিব খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর