Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজপ্রাসাদ ছেড়ে বিনোদন জগতে প্রিন্স হ্যারি ও মেগান!


৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৪

স্বনির্ভর আর সাধারণ জীবনযাপন করবেন বলেই রানি এলিজাবেথের ছত্রছায়া থেকে বেরিয়ে এসেছিলেন প্রিন্স হ্যারি, তার স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবার ও রাজপ্রাসাদের পাশাপাশি ত্যাগ করেছেন রাজকীয় উপাধি ও যাবতীয় সুযোগসুবিধাও। নতুন করে জীবন শুরুর তাগিদে পাড়ি জমিয়েছেন কানাডায়। ব্রিটিশদের অত্যন্ত পছন্দের জায়গা, কানাডার ভিক্টোরিয়াতেই নতুন বাড়িতে স্ত্রী মেগান মার্কেল ও ছেলে আর্চিকে নিয়ে সংসার সাজিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সন্তান প্রিন্স হ্যারি। এবার বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রাখার মধ্য দিয়েই স্বনির্ভর হওয়ার প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন তারা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল সম্প্রতি বড়সড় চুক্তি স্বাক্ষর করেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে। বেশ কয়েক বছরের জন্য চুক্তি হয়েছে তাদের। সম্প্রতি একটি বিবৃতির মাধ্যমে এই দম্পতি জানিয়েছেন যে, ভাল কন্টেন্ট প্রোডিউস করাই তাদের উদ্দেশ্য। বাবা-মা হিসেবে চান এমন পরিবারিক শো প্রযোজনা করতে, যা সকলকে অনুপ্রেরণা জোগাবে।

আরো জানা গেছে, হলিউডে যাত্রা শুরুর গোড়াতেই এক প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন প্রিন্স হ্যারি। যদিও এখনও নাম ঠিক হয়নি সেই সংস্থার। তবে শোনা যাচ্ছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ব্যানারেই বিভিন্ন তথ্যচিত্র, ডকুমেন্টারি সিরিজ, সিনেমা, রিয়ালিটি শো তৈরি করবেন হ্যারি ও মেগান।

উল্লেখ্য, শো বিজনেসে হ্যারির প্রথম পদার্পণ হলেও মেগান মার্কেল- যিনি একসময়কার জনপ্রিয় টেলি অভিনেত্রী অভিনেত্রী ছিলেন, তার আগে থেকেই এই বিষয়ে দখল রয়েছে। আর সেই অভিজ্ঞতাকেই যে তিনি কাজে লাগাবেন বলেই সবাই ধারণা করছেন।

তাহলে কি নিজের প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয়ও করছেন মার্কিন মুলুকের একসময়কার জনপ্রিয় টেলি অভিনেত্রী মেগান মার্কেল? ঘনিষ্ঠ সূত্র বলছে, এক্ষুণি সেই পরিকল্পনা কিন্তু নেই মেগানের! বরং, নেটফ্লিক্সের জন্য ভাল কন্টেন্টের খোঁজে রয়েছেন তিনি। শেষবার, ২০১৮ সালে ‘স্যুটস’ নামক সিরিজে তাঁকে দেখা গিয়েছিল। কে বলতে পারে, হয়তো অদূর ভবিষ্যতে স্বামীর প্রযোজনাতেই ফের পর্দায় প্রত্যাবর্তন ঘটাবেন তিনি!

নেটফ্লিক্স প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবার মেগান মার্কেল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর