Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে ‘ওয়ান্টেড’


৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৪

নিনিতের বৌ শৈলী খুব ডমিনেটিং স্বভাবের মেয়ে। কথায় কথায় নিনিতকে বকাঝকা করেন। সবকিছুতেই নিনিতকে জবাবদিহি করতে হয়। নিনিতের ফোন নিয়ে চেক করা হয় ফেসবুক, ইনস্টাগ্রামের ইনবক্স। ‘হাজার মেয়ের মন ভেঙে আমি এখন বিবাহিত। মেয়েরা স্পর্শকাতর মেসেজ দেবেন না। কারণ সব মেসেজ আমার স্ত্রী পড়ে’ এইসব কথা বলিয়ে নিনিতকে দিয়ে ফেসবুকে ভিডিও করানো হয়। এই ভিডিও প্রকাশের পরে নিনিত অফিস ও বন্ধুদের কাছে হাস্যকর পরিস্থিতিতে পড়েন। নিনিত বৌকে বশে আনতে বন্ধুদের নানান পরামর্শ নেন। কিন্তু তার সব পরিকল্পনাই ভেস্তে যায়। শেষমেষ অতিষ্ঠ হয়ে নিনিত বাড়ি ছেড়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ওয়ান্টেড’। পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। লিখেছেন শফিকুর রহমান শান্তনু। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি, এসএম আশরাফুল আলম, শানিতা রহমানসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজিব বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ভালোবাসা, রোমান্স এসব নিয়েই নাটকটির গল্প। গল্পের ধরণ, নির্মাণ এবং অভিনয় আশাকরি দর্শকের ভালো লাগবে।

নাটকটিতে অ্যাডভাইজার হিসেবে ছিলেন পরিচালক তপু খান এবং প্রযোজনা করেছেন শাহেদ চৌধুরী।  শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ‘ওয়ান্টেড’ গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

এসএম আশরাফুল আলম ওয়ান্টেড তানিয়া বৃষ্টি মিশু সাব্বির শফিকুর রহমান শান্তনু শানিতা রহমান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর