Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোশাররফ করিম এবার দিনমজুর


৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৮

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নানা ধরণের চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে একজন দিনমজুরের চরিত্রে। ‘আহ জীবন’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম।

গত বছরের অক্টোবরে নাটকটির শুটিং হয়েছিলো। তবে চলতি মাসেই নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

পরিচালক নাটকটি নিয়ে বলেন, ‘গেল বছর নাটকটির শুটিং শেষ করেছিলাম। এ নাটকে মোশাররফ ভাইকে একটি ভিন্নধর্মী গল্পে নতুনভাবে দেখতে পাবেন দর্শক। নাটকে এক দিনমজুরের করুণ গল্প বলা হয়েছে। যে গ্রাম থেকে শহরে আসে। দর্শকদের গল্পটি আশা করি ভালো লাগবে।’

জানা গেছে, নাটকটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন সামিয়া হক, ইকবাল আহমেদসহ অনেকেই। জহিরুল হকের প্রযোজনায় নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। চলতি মাসের শেষ দিকে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।

আহ জীবন মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর