Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ার বাজার নিয়ে ‘জীবন সূচক’


২ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৫

এ দেশের শেয়ার বাজার প্রায়শ নানা ধরণের খবর প্রকাশিত হয় আমাদের গণমাধ্যমে। অধিকাংশ খবরই বেদনাদায়ক। শেয়ার বাজারের উত্থান-পতন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জীবন সূচক’। নির্মাণ করেছেন বিপু পাল।

‘জীবন সূচক’র কাহিনি লিখেছেন আব্দুল্লাহ মামুন। চিত্রনাট্য পরিচালকের। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কাজী আসিফ রহমান ও সাদিয়া জাহান প্রভা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ‘কমলা রকেট’খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু।

বিজ্ঞাপন

চার মাস ধরে শেয়ার বাজার নিয়ে গবেষণা করেছেন পরিচালক। তারপর নির্মাণ করেছেন ‘জীবন সূচক’। পরিচালক বিপুল পাল বলেন, ‘চার মাস সময় নেওয়ার কারণ বিষয়টি শেয়ার বাজার। আমি নিজেও ভালো জানতাম না। গল্প হাতে পাওয়ার পর শেয়ার বাজার নিয়ে গবেষণা করতে হয়েছে আমাকে। আশা করি দর্শকরা গল্পটি পছন্দ করবেন। কারণ, গল্পটি একটি আলাদা।’

‘জীবন সূচক’ প্রচারিত হবে আগামী ৪ আগস্ট মাছরাঙা টিভিতে রাত ৯টায়।

জীবন সূচক

বিজ্ঞাপন

আবহাওয়া যেমন যাবে আগামী ৩ দিন
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর