‘এ বার্নিং কোয়েশ্চেন’, ফারুকী’র আরেকটি ইংরেজি ছবি
১ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৮
আরো একটি আন্তর্জাতিক ভাষার ছবির ঘোষণা দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবির নাম ‘এ বার্নিং কোয়েশ্চেন’। আর এই ছবির ঘোষণা এসেছে ‘এশিয়ান প্রজেক্ট মার্কেট’ থেকে। সোমবার তাদের ওয়েব সাইটে চলতি বছরের নির্বাচিত ২০টি ছবির নাম ঘোষণা করে। সেখানেই দেখা যায় ফারুকী পরিচালিত ‘এ বার্নিং কোয়েশ্চেন’ এর নাম।
এ প্রসঙ্গে গণমাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকী জানালেন, “এশিয়ান প্রজেক্ট মার্কেট’ এর মধ্য দিয়েই আমার দ্বিতীয় ইংরেজি ভাষার ছবিটি ‘এ বার্নিং কোয়েশ্চেন’ এর যাত্রা শুরু হলো। ইংরেজি ভাষায় নির্মিতব্য এটি আমার দ্বিতীয় ছবি, যার সমস্ত আয়োজনই হবে আমেরিকায়। ভাষা এবং গল্পের সেটিংও আমেরিকান। যে ছবিটি মেইনস্ট্রিম আমেরিকান বিষয় ডিল করবে।”
গণমাধ্যমে ফারুকী আরও জানালেন, ‘প্রযোজক হিসেবে ‘এ বার্নিং কোয়েশ্চেন’ এর সাথে আপাতত আমি, নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে রয়েছি। সামনে আরো কেউ কেউ যুক্ত হবেন।’
এদিকে গত নভেম্বর ও ডিসেম্বরে মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’র ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে নিউ ইয়র্কে। বাকি অংশের চিত্রায়ণ হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতে। বর্তমানে এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই ছবিতে অভিনয় করছেন ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকী, তাহসান খান ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিশেল।
এ বার্নিং কোয়েশ্চেন এশিয়ান প্রজেক্ট মার্কেট নো ল্যান্ড’স ম্যান মোস্তফা সরয়ার ফারুকী