Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মহত্যা করেছেন অভিনেত্রী লরেন


৩০ আগস্ট ২০২০ ১৬:১৮

সদ্য অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস। মানুষ তাকে একটু একটু করে চিনতে শুরু করেছিল। এমন সময় অজানা এক অভিমানে গলায় ফাঁস দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন লরেন।

লরেনের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কী কারণে তার আত্মহনন তা জানাতে পারেনি কেউ।

মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান এয়ারটেলের ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে হলেও পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।

তপু খান ও কণার একটি দ্বৈত গান ‘ঘোর’-এর ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন লরেন। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এও অভিনয় করেন। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন তিনি।

লরেন মেন্ডেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর