Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশরাফ শিশিরের ছবিতে বাপ্পী!


৩০ আগস্ট ২০২০ ১৫:৩৭

‘গাড়িওয়ালা’ ছবিটির জন্য ২০১৬ সালে ‘শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আশরাফ শিশির। তিনি সম্প্রতি নায়ক বাপ্পীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। যেখানে দেখা যায় তিনি চিত্রনাট্য পড়ে শোনাচ্ছেন আর বাপ্পী গভীর মনযোগ দিয়ে তা শুনছেন। ছবিটির ক্যাপশনে শিশির লেখেন, ‘এক হাজার বছর ধরে আমরা একটা সিনেমাই বানাবো। নতুন কোন স্বপ্নে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সাথে’। ছবিতে দেওয়া ক্যাপশনে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় শিশিরের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাপ্পী।

বিজ্ঞাপন

শিশির অবশ্য সরাসরি না বলে সারাবাংলাকে বলেন, ‘বাপ্পীর সঙ্গে আমার মিটিং হয়েছে এটা সত্য। ওকে গল্প শুনিয়েছি। এসব বিষয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। এখন কোন ছবিতে ওর সঙ্গে আমার কাজ হচ্ছে তা আরও কিছু দিন পর জানাতে পারবো।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশির বানাবেন ‘৫৭০’। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর তার দাফন নিয়ে ছবিটির গল্প। এতে বাংলাদেশের চলচ্চিত্রের তিন প্রজন্মের তিন নায়ক অভিনয় করবেন বলে জানান তিনি।

তাহলে কি বাপ্পী ‘৫৭০’-এ অভিনয় করতে যাচ্ছেন? এ নিয়ে শিশির বলেন, ‘আসলে আগামী ১৫ সেপ্টেম্বর আমরা বলতে পারবো বাপ্পী কোন ছবিতে অভিনয় করছেন। এর আগে কোন কিছুই বলতে পারবো না।’

তবে শিশির জানালেন, তিনি ‘৫৭০’র শুটিং শুরু করবেন ১ অক্টোবর থেকে। শুটিং হবে টুঙ্গিপাড়া, ঢাকায়।

৫৭০ আশরাফ শিশির বাপ্পী চৌধুরী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর