Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্তের পা ভাঙা ছিল, চিকিৎসকরা বলেছেন, ‘এটা আত্মহত্যা নয় খুন!’


৩০ আগস্ট ২০২০ ১৩:২৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৩:২৮

‘যে সিনিয়র চিকিৎসকরা সুশান্তের দেহ পরীক্ষা করেছিলেন, তারাও বলছিলেন যে এটা আত্মহত্যা নয় খুন’ ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন কুপার হাসপাতালের এক কর্মী। শুধু তাই নয় এই কর্মী আরও দাবি করেছেন যে, ‘সুশান্তের মরদেহ যখন কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তার পা ভাঙা ছিল!’

ভারতীয় সংবাদমাধ্যমকে কুপার হাসপাতালের এক কর্মীর দেওয়া সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুশান্তের বড় বোন শ্বেতা সিং কীর্তি। যেখানে ওই হাসপাতাল কর্মী আরও দাবি করেন, সুশান্তের গলায় সূচ ফোটানোর মতো একটি চিহ্ন ছিল, সেলোটেপ লাগানো ছিল। দেহে প্রায় ১৫-২০টা চিহ্ন ছিল বলেও দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে ওই কর্মী আরও বলেছেন, সুশান্তের মরদেহ ময়নাতদন্তের পর তিনিই আবার অ্যম্বুলেন্সে তুলে শশ্মান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুশান্তের পা মোড়া ছিল বলে বারবার দাবি করেন ওই কর্মী। এছাড়াও তিনি জানালেন, রিয়া চক্রবর্তী ওই দিন কুপার হাসপাতালে ঢুকেছিলেন, এবং বেশকিছুক্ষণ ভিতরে ছিলেন। তবে সেসময় তাকে বাইরে বের করে দেওয়া হয়েছিল।

কুপার হাসপাতালের ওই কর্মীর দেওয়া সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুশান্তের বড় বোন শ্বেতা সিং কীর্তি লিখেছেন, ‘হে ঈশ্বর! এই খবর শুনে আমার হৃদয় আবারও ভেঙে গেল। ওরা আমার ভাইয়ের সঙ্গে কী করেছিলে! দয়া করে দোষীদের গ্রেফতার করুন!’

উল্লেখ্য, সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে কয়েকদিন আগে এই একই এই দাবি করেছিলেন অ্যাম্বুলেন্সের চালক। যিনি মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের দেহ নিয়ে গিয়েছিলেন কুপার হাসপাতালে। এবার সেই একই দাবি করলেন এই হাসপাতালেরই এক কর্মী।

বিজ্ঞাপন

কুপার হাসপাতাল শ্বেতা সিং কীর্তি সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর