Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তান আসার আনন্দ উদযাপনে দুবাইয়ে আনুশকা ও বিরাট


৩০ আগস্ট ২০২০ ১২:৩৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৩:০০

মা হচ্ছেন আনুশকা শর্মা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজের মাধ্যমে সবাইকে এ খবর জানিয়েছেন বিরাট কোহলি। তাদের দুজনের একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে আমরা ৩ জন হতে যাচ্ছি।’

২০২১ সালের জানুয়ারি মাসেই তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য, অন্তঃসত্ত্বা অনুষ্কা। এই খবর প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে তাদের সহকর্মী ও বন্ধুদের শুভেচ্ছাবার্তায় ভেসে যায় সোশ্যাল মিডিয়ায় ওয়াল।

বিজ্ঞাপন

মহানন্দে আছেন আনুশকা ও বিরাট দুজনেই। উদযাপন করছেন এই খুশির খবর। আর তারই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে আনুশকা এবং বিরাটকে দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড়দের সঙ্গে খুশির খবর ভাগ করে নিয়ে বিশেষ উদযাপনে মাততে। ভিডিওটি শেয়ার করা হয়েছে আরসিবি’র অফিশিয়াল পেইজে।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আইপিএলের জন্য প্রাইভেট জেটে স্ত্রী আনুশকাকে নিয়ে দুবাই পাড়ি দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে শুক্রবার তারা মাতলেন উদযাপনে। ভিডিওতে আনুশকা ও বিরাটকে কেক কাটতেও দেখা গিয়েছে।

জানা গেছে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়েও এগিয়ে এসেছিলেন এই পাওয়ার কাপল। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন তারা।

আনুশকা শর্মা বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর