লতা মঙ্গেশকরের বাড়িতে করোনা!
৩০ আগস্ট ২০২০ ১১:২২
করোনা আতঙ্ক যেন কাটছে না৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- কেউই রেহাই পাচ্ছেন না এই ভাইরাসের আক্রমণ থেকে। বলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক আক্রান্তের খবর। এবার সংগীত লতা মঙ্গেশকরের বাড়িতে করোনার হানা। খবর অনুযায়ী শনিবার (২৯ আগস্ট) সিল করে দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরের বাড়ি ‘প্রভুকুঞ্জ’।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডের ওপর লতা মঙ্গেশকরের বহুতল বাড়ি ‘প্রভুকুঞ্জ’ সিল করে দিয়েছে বৃহন্মুম্বাই পৌরসভা। এই আবাসনেই থাকেন লতা মঙ্গেশকর। আর এই আবাসনে পাঁচজন করোনা আক্রান্ত হওয়ায় এই ব্যবস্থা নিয়েছে বৃহন্মুম্বাই পৌরসভা। তবে লতা মঙ্গেশকর ও তার পরিবারের সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলেই জানানো হয়েছে।
এদিকে ‘প্রভুকুঞ্জ’ সিল করে দেওয়ার খবর প্রকাশিত হবার পর লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, ‘প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কি না, তা জানতে আমাদের কাছে ফোন কলের বন্যা বয়ে গিয়েছে। আমরা জানাতে চাই, আবাসনের সোসাইটি ও পৌর কর্তৃপক্ষ মিলে বিল্ডিং সিল করে দিয়েছে। আমাদের আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা বাধ্যতামূলক। এই সময়ে সহযোগিতাপূর্ণ আবহ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গণেশ উৎসবও ভীষণই ছিমছামভাবে হচ্ছে।’
কোন অপপ্রচার না করার অনুরোধ জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনও অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনওপ্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন।’