Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি সপ্তাহে ৫ নাটক ১ টেলিফিল্ম নিয়ে মাছরাঙা’র নতুন আয়োজন


২৭ আগস্ট ২০২০ ১৮:২৯

নাটকের দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো মাছরাঙা টেলিভিশন। সেপ্টেম্বর মাস থেকে সপ্তাহে পাঁচ দিন একক নাটক এবং একদিন টেলিফিল্ম প্রচার করবে চ্যানেলটি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাছরাঙা কতৃপক্ষ।

মাছরাঙা’র পক্ষ থেকে জানান হয়, প্রতি শুক্রবার রাত ৯টায় সাপ্তাহিক নাটক এবং শনিবার রাত ৮টা ৩০ মিনিটে টেলিফিল্ম প্রচারিত হয় নিয়মিতভাবে। এখন তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও চারটি একক নাটক। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১টায় একক নাটক প্রচার হবে। সবমিলিয়ে সপ্তাহে পাঁচটি একক নাটক এবং একটি টেলিফিল্ম দেখতে পাবেন দর্শকরা।

বিজ্ঞাপন

১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নতুন সূচী। এ দিন রাত ১১টায় প্রচারিত হবে আপেল মাহমুদের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটক ‘স্টোরি’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিনসহ আরও অনেকে।

নাটকের এই নতুন সূচী সম্পর্কে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ইনচার্জ এ এম আরিফুর রহমান বললেন, ‘পথচলার শুরু থেকেই মাছরাঙা টেলিভিশন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একক নাটক এবং টেলিফিল্ম প্রচার করে আসছে। গল্পনির্ভর, রুচিশীল নাটক প্রচারের কারণে মাছরাঙা আলাদা দর্শকশ্রেনী তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে নাটকের দর্শক বেড়েছে। খন্ড নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। তাই আমরা খন্ড নাটক আরও বেশি প্রচারে গুরুত্ব দিচ্ছি।’

আফরান নিশো টেলিফিল্ম নাটক মাছরাঙা টেলিভিশন মেহজাবিন স্টোরি