Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে অভিনেতা রণদীপ হুডা


২৭ আগস্ট ২০২০ ১৪:০৫

২০২০ সাল বলিউডের পক্ষে তেমন একটা সুখকর স্মৃতি এখনও পর্যন্ত নেই। করোনা পরিস্থিতির জন্য শুটিং বন্ধ হয়েছে। বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহ গুলো। এই দুঃসময়ের মধ্যেই প্রয়াত হয়েছেন ইরফান খান, ঋষি কাপুরের মতো তাওকা অভিনেতারা। রহস্য সৃষ্টি হয়েছে সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু নিয়ে। যে মৃত্যুর মামলা নিয়ে এখনও তদন্ত অব্যাহত। কিছুদিন আগে আবার সঞ্জয় দত্তের চতুর্থ পর্যায়ের ক্যানসার ধরা পড়েছে। একের পর এক দুসংবাদ। এরই মধ্যে জানা গেল, বলিউডের আরেক জনপ্রিয় চরিত্রাভিনেতা রণদীপ হুডা ভর্তি হয়েছেন হাসপাতালে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের সামনে দেখা যায় অভিনেতা রণদীপ হুডাকে। সকালেই ওই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা যায়, বড়সড় অস্ত্রোপচার করা হবে তার। তবে কিসের জন্য এই অস্ত্রোপচার? কী সমস্যা হয়েছে অভিনেতার? সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, বুধবারই বলিউড অভিনেতার অস্ত্রোপচার হওয়ার কথা। এর জন্য সমস্ত প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করানো হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রণদীপের কোভিড টেস্টও করানো হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেই জানিয়েছে হাসপাতালের সেই সুত্র।

বিজ্ঞাপন

গত ২০ আগস্ট নিজের ৪৪তম জন্মদিন পালন করেছেন এই অভিনেতা। উপহার হিসেবে পেয়েছেন সাইকেল। তার ছবি দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি। কিন্তু এরই মধ্যে রণদীপের অসুস্থতার খবর আবার চিন্তায় ফেলল চলচ্চিত্র অনুরাগীদের।

বলিউড রণদীপ হুডা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর