Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রিয়াকে অযথাই ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে!’ অভিযোগ রামগোপাল ভার্মার


২৫ আগস্ট ২০২০ ২২:৩৫

গত ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুকে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এর পর থেকেই সবাই অভিযোগের আঙুল তুলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দিকে। এমনকি তার পরিবারকে জড়িয়েও দেয়া হচ্ছে বিভিন্ন অভিযোগ। এমনই সময়ে অভিযোগের তীরে বিদ্ধ রিয়া চক্রবর্তীর পাশে এসে দাঁড়ালেন পরিচালক রামগোপাল ভার্মা।

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রামগোপাল ভার্মা বেশ ক্ষোভের সঙ্গেই বললেন যে, যেভাবে রিয়ার সম্পর্কে কথা বলা হচ্ছে, তার প্রতি যে বিদ্বেষ প্রকাশ করা হচ্ছে তা দেখে তিনি স্তম্ভিত। তার মতে যদি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠে, সে যদি পুলিশও করে তাহলেও পাকাপোক্ত প্রমাণ থাকা উচিত। তবেই ন্যায় বিচার হয়। কিন্তু রিয়ার ক্ষেত্রে কেউ জানতেই চান না তিনি আদৌ দোষী কি না। প্রতিদিন মানুষ শুধু তাঁকে কোণঠাসা করে দিচ্ছে।

মিডিয়া রিয়াকে নিয়ে প্রতি মুহূর্তে আপডেট পেশ করে যাচ্ছে এবং মানুষ তার চরিত্র নিয়ে একের পর এক কু-মন্তব্য করে চলছেন বলে অভিযোগ করে রামগোপাল ভার্মা আরও বললেন, ‘সবটা দেখে মনে হচ্ছে কোনও প্রত্যন্ত গ্রামে একজন নারীকে কোনও প্রমাণ ছাড়া অযথাই ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে! সেই ব্যক্তিকে ভালোভাবে না জেনেই এভাবে নির্বিচারে কারও সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করে যাওয়া কখনওই মেনে নেওয়া যায় না।’

সুশান্তের জন্যে ন্যায় বিচার চেয়ে সরব হয়েছেন বলিউডের অনেক তারকাই। কিন্তু সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে সমর্থন জানিয়ে এখনও কেউ কোন মন্তব্য করেনি। এই বিষয়টা নিয়ে রামগোপাল ভার্মা রিয়ার সেই সব সহকর্মীদেরও কটাক্ষ করেছেন।

বিজ্ঞাপন

রামগোপাল ভার্মা রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর