ইবরার টিপু ও কর্ণিয়ার প্রথম মিউজিক ভিডিও
২২ আগস্ট ২০২০ ২২:৪৭ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ২২:৪৮
প্রথমবারের মতো একসঙ্গে গান গাইলেন ইবরার টিপু ও কর্ণিয়া। ‘নাওনা আমায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।
‘টিপু ভাইর সুরে অনেক গান করেছি। কিন্তু গাওয়া হয়নি একসঙ্গে। মানে সেই সুযোগটা তৈরি হয়নি। এবার সেটি পেলাম গীতিকার-আয়োজক আলম ভাইয়ের সুবাদে। কাজটি সবার ভালো লাগবে নিশ্চয়ই’—গানটি নিয়ে বলেন কর্ণিয়া।
জিয়াউদ্দিন আলম বলেন, ‘টিপু ভাই ও কর্ণিয়ার জন্য এর আগে বেশ কয়েকবার গান লিখেছি। কিন্তু তাদের দুজনের প্রথম ডুয়েট আমার সঙ্গে, ব্যাপারটা বেশ ভালো লাগার। আশা করি শ্রোতারাও পছন্দ করবে গানটি।’
‘নাওনা আমায়’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নাট্য নির্মাতা ওসমান মিরাজ। এর শুটিং হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। এতে অভিনয় করেছেন ‘ওস্তাদ’ সিনেমার নায়িকা উষ্ণ হক ও চিত্রনায়ক আসিফ ইমরোজ।
গানটি প্রযোজনা করেছেন এস এস এন্টারটেনমেন্ট । গানের ভিডিও প্রকাশ হয়েছে এস এস মিউজিক ক্লাব নামক ইউটিউব চ্যানেলে ।