Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুলশানের চামেলী’র নায়িকা নন ববি


২২ আগস্ট ২০২০ ১৪:৪২

‘দেশা দ্য লিডার’খ্যাত পরিচালক সৈকত নাসির ‘গুলশানের চামেলী’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছেন। যে ছবির নায়িকা হিসেবে জয়া আহসান থাকার কথা রয়েছে। সম্প্রতি ববির জন্মদিনে ‘গুলশানের চামেলী’র প্রযোজক মোঃ ইকবাল ছবি করার ঘোষণা দেন। সে ঘোষণার পর ঢালিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন জয়া নন ববি হবেন ‘গুলশানের চামেলী’। তবে প্রযোজনা সংস্থা থেকে গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে।

ছবিটির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। তিনি বলেন, ‘প্রযোজনা সংস্থার বরাত দিয়ে আমি জানাতে চাই গুলশানের চামেলী ছবির জন্য ববিকে নির্বাচন করা হয়নি। এর চিত্রনাট্যের কাজ শেষ হলে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আর ববিকে নিয়ে অন্য ছবি করা হবে। যার নাম ও পরিচালক খুব শিগগিরই জানানো হবে।’

বিজ্ঞাপন

‘গুলশানের চামেলী’ ছবির গল্প একজন পতিতার জীবনের। যে কিনা বিনা অপরাধে শাস্তি পায়। যিনি হবেন ছবির নায়ক আবার খলনায়ক। সবচেয়ে বড় কথা এ ছবিতে কোনো নায়ক নেই। নায়িকা প্রধান গল্পের ছবি হবে।

আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।

গুলশানের চামেলী জয়া আহসান ববি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর