Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিইউতে ভর্তি ফেরদৌস ওয়াহিদ


২১ আগস্ট ২০২০ ২১:২৬

জনপ্রিয় পপ সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে সম্মলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তিনি জ্বর নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।

শিল্পীর আত্মীয় শিমুল জানান, জ্বর নিয়ে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।

ফেরদৌস ওয়াহিদের সহকারী মোশাররফ জানান, তিনি প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। একটি বেসরকারি হাসপাতালে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। কিন্তু জ্বর কমছে না।

চার দশকের বেশি সময় ধরে গান করছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। চলচ্চিত্রে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। তার আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে— ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান ‘মা মুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’।

আইসিইউ টপ নিউজ ফেরদৌস ওয়াহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর