Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্তের মৃত্যুর তদন্ত ‘সিবিআই’র হাতে, উচ্ছ্বাস বলিউড তারকাদের


২০ আগস্ট ২০২০ ১১:২৮

কোনও রাজ্য পুলিশ নয়, একমাত্র সিবিআইয়ের পক্ষ থেকেই সুশান্তের মৃত্যুর তদন্ত করা হবে। বুধবার (১৯ আগস্ট) এই আদেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত। সকল বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জনগণের ইচ্ছেকেই প্রাধান্য দিল সুপ্রিম কোর্ট। আর এই রায়কে সাদরে স্বাগত জানালেন বলিউড সিনে ইন্ডাস্ট্রির অনেক তারকারা। অক্ষয় কুমার, অনুপম খের, শিল্পা শেঠি, কঙ্গনা রানাউত, কৃতি শ্যানন, পরিনীতি চোপড়া প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই ইস্যু নিয়ে প্রথমবার মন্তব্য করলেন বলিউড মহাতারকা অক্ষয় কুমার। সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতা লিখলেন, ‘প্রার্থনা করছি, সত্যিটা সামনে আসুক।’

অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে যিনি সবথেকে বেশি প্রতিবাদী মন্তব্য করেছিলেন যে ‘এটা আত্মহত্যা নয়, খুন!’, সেই কঙ্গনা রানাউত শীর্ষ আদালতের এই রায়ে মহাখুশি। তিনি লিখলেন, ‘এটা মানবতার জয়। সুশান্ত-যোদ্ধাদের প্রত্যেককে অসংখ্য শুভেচ্ছা।’

সুশান্তের প্রাক্তন প্রেমিকা কৃতি শ্যাননও মন খুলে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘গত দুই মাস সত্যিই ভীষণ উদ্বিগ্ন ছিলাম। বহু ধোঁয়াশা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায়ে আশার আলো দেখতে পাচ্ছি।’

সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন সুশান্তের সহ-অভিনেত্রী পরিনীতি চোপড়াও। সেই ইচ্ছেপূরণ হওয়ায় তিনি লিখলেন, ‘এবার সিবিআইকে নিজের কাজ করতে দিন।’

এছাড়াও সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন মধুর ভাণ্ডারকর, নীল নীতিন মুকেশ, শিল্পা শেঠি-সহ আরও অনেকেই। সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন সুশান্তের দিদি কীর্তি সিং, প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে এবং অভিনেতা অনুপম খের। পাশাপাশি এই রায়ে মনোবাঞ্ছা পূরণ হয়েছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে সুশান্তের অনুরাগীরা।

‘মুম্বাই পুলিশের তদন্তে সন্তুষ্ট নন! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য তদন্তের ভার’- এই দাবি নিয়ে নেটদুনিয়ায় সরব হয়েছিলেন সুশান্ত-অনুগামীরা। এরপর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী মোদি সুপ্রিম কোর্টের কাছে সুপারিশ জানিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। বুধবার (১৯ আগস্ট) অভিনেতার মৃত্যুর ঠিক ২ মাস ৫ দিনের মাথায় সেই আন্দোলন সফল হল।

বিজ্ঞাপন

অক্ষয় কুমার অনুপম খের কৃতি শ্যানন পরিনীতি চোপড়া শিল্পা শেঠি সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর