Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাদের সিদ্দিকীকে নিয়ে সিনেমা


১৯ আগস্ট ২০২০ ১৯:৫৩

বিখ্যাত রাজনীতিবিদ বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তমের জীবনী নিয়ে সিনেমা বানাবো হবে। এটি নির্মাণ করবেন মামুন খান। ইতোমধ্যে কাদের সিদ্দিকীর অনুমতি নেওয়া হয়েছে।

মামুন খান কাদের সিদ্দিকীকে নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভূমিকা অনস্বীকার্য। আমাদের দেশের জন্য তার অবদানগুলোও উঠে আসবে সেলুলয়েড পর্দায়। ইতিমধ্যে কাদের সিদ্দিকীর কাছ থেকে অনুমতি নিয়েই পাণ্ডুলিপির কাজ শুরু করেছি। করোনার কারণে কাজগুলো ধীর গতিতে এগোচ্ছে। আশা করছি, দ্রুত আমরা শুটিংয়ে যেতে পারব।’

বিজ্ঞাপন

নাম ঠিক না হওয়া ছবিটি প্রযোজনা করছে ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টেশন। পরিচালক মামুন খান জানান, শিগগিরই এর অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করা হবে।

বর্ষীয়ান রাজনীতিবিদ কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় কাদেরিয়া বাহিনী গঠন করেন। তিনি ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগে ছিলেন। এরপর তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামক দল গঠন করেন।

কাদের সিদ্দিকী সিনেমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর