Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দিশার মৃত্যুরহস্য জানতেন সুশান্ত, তাই পরিকল্পিত ভাবেই এ হত্যা!’


১৮ আগস্ট ২০২০ ২১:৩৫

প্রতিদিনই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায়। এবার চাঞ্চল্যকর এক তথ্য দিলেন সুশান্তেরই এক বন্ধু গণেশ হিওয়ারকর। বললেন, ‘দিশার মৃত্যুর বিষয় সব জানতেন সুশান্ত। আর সেই সমস্তটা সাংবাদিক সম্মেলন করে সামনে আনতে চেয়েছিলেন তিনি।’

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, সুশান্ত সিং রাজপুতের বন্ধু গণেশ হিওয়ারকর বলেছেন, ‘সুশান্তের মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৩ জুন তার বাড়িতে এসেছিলেন ৫ থেকে ৬ জন ব্যক্তি। তারা কারা?’ গণেশের দাবী, ‘সুশান্ত খুবই হাসিখুশি ছিলেন মানুষ হিসেবে। তিনি অবসাদগ্রস্ত ছিলেন না।’ ভারতের রিপাবলিক টিভির কাছে গণেশ বলছেন, ‘সুশান্তের সঙ্গে আমার কথা হয় ২০১৯এর সেপ্টেম্বরে, ছিছোরে মুক্তির সময়ে। ও ভালোই ছিল। ওকে দেখে মনেই হয়নি ও অবসাদগ্রস্ত। সুশান্তের টিমের অনেকেই আমায় বলেছেন যে তিনি অবসাদগ্রস্ত ছিলেন না।’

বিজ্ঞাপন

গণমাধ্যমে গণেশ হিওয়ারকর জানিয়েছেন, ‘কিছুদিন আগেই আমার বাড়িতে মধ্যরাতে অজ্ঞাতপরিচয় তিন-চারজন ব্যক্তি আসেন। আমাকে হুমকি দেয় যে, আমাকে সুশান্ত আত্মহত্যা করেছে বলতে হবে। নইলে আমারও ক্ষতি হতে পারে’। তিনি আরও বলেছেন, মুম্বাই পুলিশের কাছে তিনি ফোন করে ঘটনাটি জানানোর পরও মুম্বাই পুলিশ কোনও রকম ব্যবস্থা নিতে অস্বীকার করে। উল্লেখ্য যে, কিছুদিন আগেই গনেশ মিডিয়ায় বলেছিলেন, ‘সুশান্তকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে’। আর তারপরই তার বাড়িতে হামলা করে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।

এদিকে সুশান্তের বন্ধু গণেশ হিওয়ারকর যে দাবী করেছেন তাতে আবার সুশান্ত ও অঙ্কিতা লোখান্ডের বন্ধু সন্দীপ সিং’র নামও উঠে এসেছে। গণেশ বলেছেন, ‘১৩ জুন সুশান্তের বাড়িতে পাঁচ ছয়জন এসেছিলেন। এই কথা যিনি আমায় বলেছেন তিনি সন্দীপ সিং’র সঙ্গে কাজ করেন। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। ওই ব্যক্তিকে সন্দীপ নিজেই কথাগুলি বলেছেন। আসলে সুশান্ত দিশার মৃত্যুর বিষয়ে যা জানতেন সেগুলি সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশ্যে আনতে চেয়েছিলেন। সেই পরিকল্পনা সুশান্ত সন্দীপকে বলেছিলেন। আর সন্দীপই সেই পরিকল্পনার কথা অন্যদের জানিয়ে দিয়েছিলেন।’

বিজ্ঞাপন

গণমাধ্যমে একটি বিবৃতি দিয়ে গণেশ হিওয়ারকর জানিয়েছেন, ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে হুমকিই শুধু নয়, গালাগালিও দিয়েছে। সেই সঙ্গে সাবধান করেছে, আবার যেন মিডিয়ায় মুখ না খোলে। কোনও ভাবেই যেন না বলেন সুশান্তকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। অযথা সেলিব্রিটি সাজার চেষ্টা না করার জন্য সাবধান করে দেওয়া হয়েছে গণেশকে।

গণেশ হিওয়ারকর সুশান্ত সিং রাজপুত সুশান্তের বন্ধু সুশান্তের মৃত্যুরহস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর