Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ে ফিরলেন নিলয়


১৮ আগস্ট ২০২০ ১০:০২

শুটিংয়ে ফিরলেন মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। গত পাঁচ মাস শুটিং থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন নিলয়। বললেন, করোনার কারনে।

‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে তিনি সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন। এটি নির্মাণ করছেন মুরাদ পারভেজ। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করছেন হিমি। জানা যায়, এটি প্রচারিত হবে সেপ্টেম্বর মাস থেকে।

শুটিঙয়ে ফেরা নিয়ে নিলয় জানালেন, ‘অনেকদিন পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দারুণ একটা অনুভূতি হচ্ছে। কাজের জায়গাটা খুব মিস করছিলাম। অবশেষে ফিরলাম এবং সবার সাথে আবারো দেখা হচ্ছে। যে ধারাবাহিক নাটকটিতে কাজ করছি খুব সুন্দর একটি গল্প এবং চরিত্রটি একটু ভিন্ন।’

এর আগে সবশেষ মার্চ মাসে কৌশিক শংকর দাশ পরিচালিত ‘পাঞ্চ’ সিনেমার শুটিং করেছিলেন নিলয়। এরপরেই করোনার থাবায় নিজেকে খানিকটা আড়াল করে নেন। তবে নাটকের শুটিং শুরু করলেও সিনেমার কাজ শুরু হতে দেরী হবে বলে জানালেন নিলয়। বললেন, ‘সিনেমার জন্য নতুন করে আবার প্ল্যান করতে হবে। আবার বডি ফিটনেস ঠিক করতে হবে, একটু সময় তো লাগবে। এছাড়াও এই সিনেমার কিছু টেকনিশিয়ান আছে যারা থাইল্যান্ড এবং ভারত থেকে আসবে। ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু না হলে কিছুই শুরু করা যাচ্ছে না। তাই একটু সময় নিতেই হচ্ছে।’ তবে ‘পাঞ্চ’ সিনেমার পরিচালক কৌশিক শংকর দাশ জানিয়েছেন, ডিসেম্বর মাসেই শুটিংয়ে ফিরবেন তারা।

কৌশিক শংকর দাশ নিলয় আলমগীর পাঞ্চ মুরাদ পারভেজ স্মৃতির আল্পনা আঁকি

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর