Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পা মচকে শয্যাশায়ী মেহের আফরোজ শাওন


১৬ আগস্ট ২০২০ ১০:৩৫

পা মচকে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি নিজেই। জানালেন বর্তমানে পুরোপুরি শয্যাশায়ী তিনি। চিকিৎসকের পরামর্শমতে, সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে।

বৃহস্পতিবার রাতেই আহত হন তিনি। বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে মেহের আফরোজ শাওন বললেন, ‘বৃহস্পতিবার ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে ঢুকতে গিয়ে হোঁচট খাই। এসময় গোড়ালি মচকে যায়। পুরোপুরি পড়ে যাইনি তাই বড় ধরনের ঝামেলা হয়নি। তবে পা মচকে গেছে। প্রচণ্ড ব্যথা ছিল। বিশেষ করে শুক্রবার তীব্র ব্যথায় চিৎকার-চেঁচামেচি করেছি। চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ সেবন করেছি। ফিজিওথেরাপি দিয়েছে। এখন ব্যথাটা হচ্ছে না। পূর্ণ বিশ্রামে রয়েছি।’

বিজ্ঞাপন

করোনায় ঘরবন্দি সময়ের এই দীর্ঘকাল ঘরেই থেকেছেন শাওন। এখন তাকে সব ধরনের নির্দেশনা মেনে চিকিৎসকের পরামর্শমত সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে, এমনটাই জানালেন শাওন।

মেহের আফরোজ শাওন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর