Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এদিকে অসুস্থ সুশান্ত, অন্যদিকে রিয়ার পার্টি!


১৫ আগস্ট ২০২০ ২২:২১

গত ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর পর তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে। সুশান্তে বাবা কিছু আগে হোয়াটস অ্যাপে মেসেজ দেখে উত্তর না দেওয়ার অভিযোগ এনেছিলেন। এবার রিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন সুশান্তের ব্যক্তিগত গাড়ি চালক।

তিনি জানান, অনেক সময় দেখা যেতো অসুস্থতায় কাতরাতেন সুশান্ত। অন্যদিকে পাশের রুমে রিয়া চক্রবর্তী পার্টিতে মত্ত থাকতেন।

বিজ্ঞাপন

সুশান্তের দেহরক্ষী ধীরেনও কিছু আগে অভিযোগ করেছিলেন, রিয়া সুশান্তের কোন পুরানো কর্মীকে সহ্য করতে পারতেন না। এমনকি সে নিজে কোনো কর্মী নিয়োগ করলেও রিয়া তাকে বাদ দিতো বা যাতে নিজ থেকে চলে যায় সেরকম আচরণ করতো।

ধীরেন বলেন, সুশান্ত সিং রাজপুতের জীবনযাপন খুবই সাধারণ ছিল। নিজের মতো থাকতে পছন্দ করতেন। রিয়া তার উপর কর্তৃত্ব ফলাতেন। সুশান্তের টাকাতেই দিনের পর দিন তার ফ্ল্যাটে বন্ধুবান্ধবদের ডেকে এনে পার্টি করতেন রিয়া। রিয়ার ভাই সৌভিকও পার্টিতে নিজের বন্ধুদের নিয়ে আসতেন।

রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর